Khoborerchokh logo

খাজানগরে এক নেশাগ্রস্তর আত্মহত্যার চেষ্টা । 319 0

Khoborerchokh logo

খাজানগরে এক নেশাগ্রস্তর আত্মহত্যার চেষ্টা ।


কুষ্টিয়া প্রতিনিধি ,ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শ পাড়ার বাসিন্দা আব্দুল বারেকের পুত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালায়।
জানা যায় আত্মহত্যা প্রচেষ্টা কারীর নাম সোহেল। সে পেশাদার ট্রাক চালক। দোস্ত পাড়া কবুরহাট এলাকার উসমান আলীর ট্রাক চালায়। 
হাসপাতালে ভর্তি সোহেল জানায় গত পরশু রাতে আমার ট্রাক মালিক উসমান আমাকে ও আমার হেলপারকে বেধড়ক পিটায়। লাঠির বাড়ি ও ঘুষিতে আমার কানের পর্দা ফেটে কান দিয়ে রক্ত বেরুলেও, আমি মাটিতে পড়ে গেলেও চড় ঘুরি লাথি মারতে থাকে।   আমার একটাই অপরাধ ট্রাক নিয়ে নারায়ণগঞ্জ যেতে অস্বীকার করি আমি ও আমার হেলপার।কারন  করোনা লকডাউনে ও শহর এখনকার সময়ে সবচেয়ে বেশি  বিপদজনক।এ ছাড়া ঐ দিন আমার শরীর অসুস্থ বোধ করছিলাম,পরের দিন যেতে চেয়েছিলাম কিন্তু সে মুর্হতে যাব কিনা,অস্বীকার করতে চড়াও হয় উসমান। অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে কোন চিকিৎসা না পেয়ে ফিরে আসি ,ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করি, বাড়ির লোকজন দেখে ফেলে আমাকে বাচায়।
অপর দিকে ট্রাক মালিক উসমান  মুঠোফোনে জানান একদম মিথ্যার আশ্রয় নিয়েছে, সে আমার ড্রাইভার মদ খেয়ে মাতলামি করায় এলাকার জনসাধারণ ক্ষিপ্ত হলে আমি তাকে দুটো চর মারি, হেলপার মারফত জানলাম সে টপেন্টায় ইয়াবা আসক্ত,কিছুদিন পূর্বে তাকে নেশা না করে গাড়ী চালানোর জন্য বলি। 
এলাকাবাসী,জানায় সোহেল প্রকৃত একজন নেশা গ্রস্ত ব্যক্তি। সে প্রায়শ এলাকায় মাতলামি করে থাকে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com